জামালগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২০
০২:২৫ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২০
০২:২৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জামালগঞ্জে সাংবাদিক মো. ওয়ালী উল্লাহ সরকারকে আহবায়ক করে ২৫ সদস্যবিশিষ্ট বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমি কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। জেলা উদীচী'র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এ কমিটি অনুমোদন দেন।
উপজেলা মহিলা পরিষদের সভানেত্রী শেখ আয়েশা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম-আহ্বায়ক সমরেন্দ্র আচার্য শম্ভু ও অঞ্জন পুরকায়স্থ, সদস্য শেখ আয়েশা বেগম, বিধান ভূষণ চক্রবর্ত্তী, শৈলেন্দ্র দেবনাথ, জামিল আহমদ জুয়েল, সুব্রত পুরকায়স্থ, ননী গোপাল তালুকদার, মিন্টু ভূষণ তালুকদার, সোনালী রায়, প্রীতেন্দ্র দেবনাথ, বিশ্বজিত রায়, পঙ্কজ শীল, রুবেল তালুকদার, দুলন দেবনাথ, শাহানা আল আজাদ, অনিতা তালুকদার, দীপশ্রী তালুকদার, কামরুল ইসলাম আলমগীর, নাজমা আক্তার, স্বপন তালুকদার, নূপুর সেন, বেবী রানী তালুকদার ও নাসিমা আক্তার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উদীচী জেলা কমিটির তুষার তালুকদার, পুলক রাজ, জহির আহমেদ, এ এম মাহবুব, দিরাই উদীচী'র জয়ন্ত কুমার সরকার, নারায়ণ দাস, বকুল বণিক, চিত্রা তালুকদার প্রমুখ।
বিআর/আরআর-১১