রিয়াল মাদ্রিদ ছেড়ে টটেনহ্যামে বেল

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ২০, ২০২০
১০:৪৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২০
১০:৪৪ অপরাহ্ন



রিয়াল মাদ্রিদ ছেড়ে টটেনহ্যামে বেল

লা লিগার শিরোপাধারী রিয়াল মাদ্রিদ ছেড়ে ফের ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে যোগ দিয়েছেন গ্যারেথ বেল।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বেলকে দলভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে টটেনহ্যাম। এক মৌসুমের জন্য ধারে প্রিমিয়ার লিগের দলটিতে খেলবেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, ৩১ বছর বয়সী ফরোয়ার্ডের বেতন ও ধারের ফি বাবদ টটেনহ্যামকে গুণতে হচ্ছে ২০ মিলিয়ন পাউন্ড।

বেলের টটেনহ্যামে যোগ দেওয়ার গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরে। তাকে দেওয়া হয়েছে নয় নম্বর জার্সি। ২০১৭ সালে ১৭ বছর বয়সে পাঁচ মিলিয়ন ইউরোতে সাউদাম্পটন থেকে স্পার্সে যোগ দিয়েছিলেন বেল। লন্ডন শহরের ক্লাবটিতে তারকাখ্যাতি পাওয়া বেলের নৈপুণ্যে মুগ্ধ হয়ে ২০১৩ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে তাকে কিনে নেয় রিয়াল মাদ্রিদ। তাকে পেতে লস ব্লাঙ্কোসদের গুণতে হয়েছিল ১০০ মিলিয়ন ইউরো।

মাদ্রিদে প্রথম কয়েকটি মৌসুম বেশ ভালো কাটে বেলের। একের পর এক চোট, ফর্মের উত্থান-পতন ও কোচ জিনেদিন জিদানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে গত মৌসুমের অধিকাংশ সময় বেঞ্চে বসে কাটাতে হয় তাকে।

রিয়ালের জার্সিতে ২৫১ ম্যাচ খেলে ১০৫ গোল করেন বেল। চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পাশাপাশি দুবার লা লিগা, একবার কোপা দেল রে, তিনবার উয়েফা সুপার কাপ ও তিনবার ক্লাব বিশ্বকাপ জেতার স্বাদও নেন তিনি।

এএন/০২