খেলা ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২০
০৪:৫৯ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২১, ২০২০
০৪:৫৯ অপরাহ্ন
জয় দিয়ে নতুন মৌসুমের শুরু করল ইতালিয়ান সিরি আ চ্যাম্পিয়ন জুভেন্টাস। ঘরের মাঠে রবিবার রাতে সিরি আয় নিজেদের প্রথম ম্যাচে সাম্পদোরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। রোনালদো ছাড়াও এদিন গোল পেয়েছেন ২০ বছর বয়সী তরুণ দেইয়ান কুলুসেভসকি ও লিওনার্দো বনুচ্চি।
ম্যাচে বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেছেন রোনালদো। একাদশ মিনিটেই গোল পেতে পারতেন তিনি। তবে গোলরক্ষক বরাবর শট নিয়ে নষ্ট করেন সে সুযোগ। ২৩ মিনিটে ভাগ্য তার সঙ্গ দেয়নি। তার শট বারপোস্টে লেগে ফিরে আসে। ৩৪ মিনিটে তো অবিশ্বাস্যভাবে ডি-বক্সে একেবারে ফাঁকায় বল পেয়েও বাইরে মারেন তিনি। ৫৯ মিনিটে আবারো ফাঁকায় পেয়েছিলেন। এবার মারেন উড়িয়ে।
তবে ৮৮তম মিনিটে অবশেষে গোলের দেখা পান রোনালদো। অ্যারন রামসির পাস থেকে ডি-বক্সে দারুণ এক কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তিনি।
এদিন জুভেন্টাসের জার্সি গায়ে অভিষেকেই গোল করেন কুলুসেভসকি। ম্যাচের ১৩ মিনিটে ডি-বক্সে বল পেয়ে এ সুইডিশ মিডফিল্ডার অসাধারণ শটে বল জালে পাঠান।
৭৮ মিনিটে দ্বিতীয় গোল করেন বনুচ্চি।
পাঁচ মিনিট পর অবশ্য ব্যবধান কমাতে পারতো সাম্পাদোরিয়া। ভয়চেখ স্ট্যাজনির অসাধারণ সেভে সে যাত্রা জাল অক্ষত থাকে জুভেন্টাসের।
এএন/০৪