খেলা ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২০
০৫:০৬ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২১, ২০২০
০৫:০৬ অপরাহ্ন
অসাধারণ ছন্দে খেলে গত মৌসুমে লা লিগা শিরোপা পুনরুদ্ধার করেছিল রিয়াল মাদ্রিদ। তবে শিরোপা নিশ্চিত হওয়ার পর শেষ ম্যাচটিতে হোঁচট খেয়েছিল তারা। নতুন মৌসুমেও সেখান থেকেই শুরু করল দলটি। রিয়াল সোসিয়েদাদের মাঠে পয়েন্ট হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
রিয়েলে এরেনায় রবিবার রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। গত দেড় যুগে এই প্রথম দল দুটির লড়াইয়ে কোনো গোল হলো না।
ফলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়ালকে। অপর দিকে টানা দ্বিতীয় ম্যাচে ড্র মেনে মাঠ ছাড়ে সোসিয়েদাদ।
এএন/০৫