খেলা ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২০
০২:৪৪ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২১, ২০২০
০২:৪৪ অপরাহ্ন
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ শুটিং ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। এ সময়ে যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সচিবালয়ে সেমাবার সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী নবনির্বাচিত সভাপতির সফলতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, 'বহিবিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বাংলাদেশের শুটিং এর রয়েছে গৌরবোজ্জ্বল অতীত। বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে সেরা সাফল্য শুটিং থেকেই এসেছে। ১৯৯০ ও ২০০২ সালের কমনওয়েলথ গেমসে শুটিং থেকেই স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। শুটিং আমাদের জন্য সম্ভাবনাময় এক খেলা। আমি আশা করি নতুন নেতৃত্বে নব উদ্দীপনায় দেশের শুটিং আরো বিকশিত হবে।'
নবনির্বাচিত সভাপতিও দেশের শুটিংকে এগিয়ে নেয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
জাতীয় ক্রীড়া পরিষদের আইন ২০১৮ এর বিধি ২২ মতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালস এর ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানকে বাংলাদেশ শুটিং ফেডারেশনের সভাপতি নিয়োগ দেন সরকার।
এএন/১০