মাধবপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২০
০১:১৯ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২২, ২০২০
০১:১৯ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, ওই গ্রামের ফয়সল আহম্মেদ লিপনের ছেলে আবরার (৩) সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে মারা যায়। পরে পুকুরে ভাসতে দেখে সকাল ১০টার দিকে তার লাশ উদ্বার করা হয়।
এর কয়েক ঘন্টা পর একই গ্রামের জহিরুল ইসলাম মিন্টুর মেয়ে তানিসা (৩) পানি ডুবে মারা যায়। তানিসা বাড়ির সকলের অগোচরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। পরে পুকুরে তার লাশ ভেসে ওঠে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। একই দিনে গ্রামের দুই শিশুর মৃত্যুর ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসএম/আরআর-০৪