জগন্নাথপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২০
০২:৫৫ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২০
০২:৫৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১০ অক্টোবর। গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন-২ এর অধিশাখার উপসচিব আতিয়ার রহমান সাক্ষরিত এক পত্রে স্থগিত হওয়া জগন্নাথপুর পৌরসভাসহ দেশের ৫টি পৌরসভার উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এসব তথ্য বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে জানা গেছে।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, 'আমি শুনেছি আগামি ১০ অক্টোবর জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচন। তবে লিখিত কোনো কিছু এখনও পাইনি।'
প্রসঙ্গত, জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মনাফের মৃত্যুতে নির্বাচন কমিশন গত ফেব্রুয়ারি মাসে জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনসহ তফসিল ঘোষণা করে যাতে ২৯ মার্চ ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়। নির্বাচনের সকল প্রস্তুতির পর ২১ মার্চ করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন কমিশনার জগন্নাথপুরসহ ৫টি পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করেন।
এএ/আরআর-০৬