তাহিরপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৪, ২০২০
১০:৩৯ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০২০
১০:৩৯ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে স্যানক্রেডের উদ্যোগে স্থানীয় পর্যায়ের উদ্যোক্তাদের নিয়ে অর্থনীতি ও বাজার সম্প্রসারণ বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে তাহিরপুর সদর ইউনিয়নের ২০ জন সদস্য অংশ নেন।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা সদরস্থ স্যানক্রেড কার্যালয়ে অক্সফাম হংকংয়ের কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিত এই অ্যাডভোকেসি সভায় প্রধান অথিতির বক্তব্য দেন উন্নয়ন সংস্থা 'আশা'র উপজেলা ম্যানেজার পাবেল মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন, স্যানক্রেড'র তাহিরপুর উপজেলা সমন্বয়কারী হারুন-অর-রশীদ।
এছাড়া বক্তব্য দেন স্যানক্রেড'র সংগঠক সেলিনা আক্তার, হালিমা আক্তার প্রমুখ।
এএইচ/আরআর-০১