খেলা ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০২০
০৭:৫৮ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৭, ২০২০
০৭:৫৮ অপরাহ্ন
স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিতে কোনো ভুল করেনি দলটি। দারুণ ছন্দে থাকা রিয়াল বেতিসের বিপক্ষে পিছিয়ে পড়েও এমারসনের ভুলে জয় পায় লস ব্লাঙ্কোসরা।
শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ৩-২ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে লা লিগার শিরোপাধারী রিয়াল। চলতি মৌসুমে এটি তাদের প্রথম জয়। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন রিয়াল দলপতি সার্জিও রামোস।
ফেদেরিকো ভালভার্দের লক্ষ্যভেদে এগিয়ে যাওয়া রিয়াল আইসা মান্দি ও উইলিয়াম কারভালহোর গোলে বিরতির আগেই পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতিপক্ষের ভুলে সমতায় ফেরে তারা। নিজেদের জালেই বল পাঠানো এমারসন ৬৭ মিনিটে লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। এরপর ম্যাচে ব্যবধান গড়ে দেন স্প্যানিশ তারকা রামোস।
সাম্প্রতিক সময়ে রিয়ালের জন্য কঠিন প্রতিপক্ষ হয়ে উঠেছে বেতিস। আগের তিনবারের মুখোমুখি লড়াইয়ে জয়হীন ছিল জিনেদিন জিদানের শিষ্যরা। লা লিগায় তাদের সবশেষ হারটিও ছিল বেতিসের বিপক্ষে।
দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৪। তারা আছে লিগের পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে। টানা দুই জয়ের পর হারের স্বাদ নেওয়া বেতিসের অর্জন তিন ম্যাচে ৬ পয়েন্ট। গোল ব্যবধানে তারা রয়েছে দ্বিতীয় স্থানে।
এএন/০৩