সুয়ারেজের স্ত্রীকে মেসিপত্মীর আবেগঘন বার্তা

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ২৭, ২০২০
০৮:৫৮ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৭, ২০২০
০৯:০৫ অপরাহ্ন



সুয়ারেজের স্ত্রীকে মেসিপত্মীর আবেগঘন বার্তা

বার্সেলোনায় অর্ধযুগের মেসি-সুয়ারেজ জুটি ভাঙল। এখন লা লিগায় তারা দুই বন্ধু প্রতিপক্ষ। মাঠে নামবেন একে অন্যের বিপক্ষে। নানা নাটকীয়তা শেষে মেসি বার্সেলোনায় থেকে গেলেও উরুগুইয়ান ফরোয়ার্ড পাড়ি জমিয়েছেন স্পেনের আরেক ক্লাব আতলেতিকো মাদ্রিদে।
সুয়ারেজের এই বিদায়ে আপ্লুত হয়ে শুক্রবার ইনস্টাগ্রামে বিশদ এক পোস্ট দেন মেসি। মেসির সেই পোস্টের জবাবও দেন সুয়ারেজ। এবার আবেগ আদান-প্রদানে মাতলেন দুই তাদের স্ত্রীরা।
দীর্ঘ ৬ বছরের ক্যারিয়ারে মেসি ও সুয়ারেজের বন্ধুত্ব মাঠ ছাপিয়ে পারিবারিক পর্যায়ে চলে গেছে। মেসি-সুয়ারেজ যেমন খুব ভালো বন্ধু, তেমনি মেসির স্ত্রী আনতোনেল্লা রোকুজ্জোরের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে সুয়ারেজের স্ত্রী সোফি বালবির। সুয়ারেজকে মিস করছেন মেসি। আর সুয়ারেজের স্ত্রীকে মিস করছেন মেসির স্ত্রী। সুয়ারেজের স্ত্রীর উদ্দেশ্য করে আবেগী বার্তা দিয়েছেন মেসির স্ত্রী আনতোনেল্লাও।
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘বোলো, আমার বন্ধু, আমার বোন। ধন্যবাদ এতোগুলো বছর একসঙ্গে থাকার জন্য। আরো ধন্যবাদ জানাই সেই সুন্দর মুহূর্তগুলোর জন্য, সুন্দর কথাবার্তাগুলোর জন্য। তুমি ছিলে আমার পরিবারের মতো। আমি বলতে পারছি না ঠিক কতটা মিস করব তোমাকে ও তোমার পরিবারকে। সবকিছুর জন্য ধন্যবাদ। আশা করি একসঙ্গে আরও মজার ও অসাধারণ সময় কাটানোর সময় পাব আমরা। আমি নিশ্চিত খুব দ্রুতই আবার এক হব আমরা। আমি তোমাকে ও তোমার পরিবারকে ভালোবাসি। তোমাদের জীবনের নতুন ধাপে তোমাদের জন্য শুভকামনা জানাচ্ছি।’
জবাবে সুয়ারেজের স্ত্রী সোফি লিখেছেন, ‘ভেবেছিলাম আর কান্না করব না। এরপরই তোমার পোস্টটি দেখতে পেলাম। ধন্যবাদ সবকিছুর জন্য। যা যা বলেছ, জীবনের বাকি সময়টায় এগুলো মনে থাকবে। তোমাকে ভালোবাসি, তোমাকে পছন্দ করি।’
এএন/০৬