তাহিরপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২০
০২:৪৭ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২০
০২:৪৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে সরকারি চাহিদা মোতাবেক উপজেলা খাদ্য গুদামে চাল সরবরাহ করতে না পারায় একটি অটো রাইস মিলকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
উপজেলা খাদ্য গুদামে চাহিদা মোতাবেক চাল সরবরাহ করতে না পারায় আলী হায়দার অটো রাইস মিলকে কালো তালিকভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক বি এম মুশফিকুর রহমান।
জানা গেছে, চলতি বোরো মৌসুমে তাহিরপুর উপজেলায় ২৩টি অটো রাইস মিলকে ১ হাজার ১১১ মেট্রিক টন ৮০০ কেজি চাল দেওয়ার নির্দেশ দেয় সরকার। এতে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সর্বশেষ সময়সীমা বেঁধে দেওয়া হয়। উক্ত সময়ের মধ্যে ২২টি অটো রাইস মিল চাহিদা মোতাবেক চাল সরবরাহ করতে পারলেও আলী হায়দার অটো রাইস মিল চাল সরবরাহ করতে ব্যর্থ হয়।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা মো. মফিজুর রহমান বলেন, 'আলী হায়দার অটো রাইস মিল ৪২ মেট্রিক টন ৯৯০ কেজি চাল বরাদ্দ পায়। নির্দিষ্ট সময়ের মধ্যে তারা ৩১ মেট্রিক টন ১৭০ কেজি চাল সরবরাহ করতে পেরেছিল। বাকি ১১ মেট্রিক টন ৮২০ কেজি চাল সরবরাহ করতে ব্যর্থ হয় ওই রাইস মিল।
এএইচ/আরআর-১০