হোফেনহেইমে ধরাশায়ী চ্যাম্পিয়ন বায়ার্ন

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ২৮, ২০২০
০৬:৩৯ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২০
০৬:৩৯ পূর্বাহ্ন



হোফেনহেইমে ধরাশায়ী চ্যাম্পিয়ন বায়ার্ন

স্বপ্নের মৌসুম কাটিয়ে একে একে চারটি শিরোপা ঘরে তুলে বায়ার্ন মিউনিখ। জার্মান কাপ, বুন্দেস লিগা শিরোপা, চ্যাম্পিয়ন লিগ ও সুপার কাপ ট্রফি জিতে দলটি। প্রতিপক্ষকে প্রায় বিধ্বস্ত করে একের পর এক জয় আদায় করে নিয়েছে তারা। চলতি মৌসুমেও শালকে ০৪'কে আট গোলের মালা পরিয়ে বুন্দেসলিগার নতুন মৌসুমের সূচনা করেছিল দলটি। সে দলটি দ্বিতীয় ম্যাচে হোফেনহেইমের কাছে ধরাশায়ী হয়। বর্তমান চ্যাম্পিয়নদের নিয়ে রীতিমতো ছেলেখেলা খেলেছে গত আসরে ষষ্ঠ স্থান অধিকার করা দলটি।
হোফেনহেইমের মাঠে রবিবার বায়ার্নকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। দলের হয়ে জোড়া গোল করেছেন আন্দেজ ক্রামারিচ। অপর দুটি গোল আসে এরমিন বিসাকচিচ, মুনাস দাবৌরের কাছ থেকে। বায়ার্নের হয়ে গোলটি করেন জশুয়া কিমিচ।
তবে ম্যাচের এ ফলাফলেও সন্তুষ্ট হওয়ার কথা বায়ার্নের। কারণ হোফেন হেইমের ফরোয়ার্ডরা এদিন বেশ কিছু শজ সুযোগ নষ্ট করে। অন্যথায় গোলের হারের ব্যাবধানটা দ্বিগুণ কিংবা আরও বেশি হতে পারতো।
এএন/০১