আতলেতিকোয় অভিষেকে সুয়ারেসের জোড়া গোল

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ২৮, ২০২০
১১:১০ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২০
১১:১০ পূর্বাহ্ন



আতলেতিকোয় অভিষেকে সুয়ারেসের জোড়া গোল

বার্সেলোনার অনেক সাফল্যের নায়ক লুইস সুয়ারেসের জোড়া গোলে বড় জয় পায় আতলেতিকো মাদ্রিদ।
লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে রবিবার গ্রানাডাকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আতলেতিকো। বদলি নেমে দুটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে আরেকটি করান সুয়ারেস।
গত শুক্রবার বার্সেলোনা ছেড়ে আতলেতিকোয় যোগ দেওয়া সুয়ারেসকে ম্যাচের ৭১ মিনিটে বদলি নামান কোচ দিয়েগো সিমেওনে। মাঠে নামার এক মিনিটের মধ্যে আরেক বদলি মার্কোস ইয়োরেন্তেকে দিয়ে গোল করান সুয়ারেস।
৮৫ মিনিটে গোলের খাতা খোলেন তিনি। ডান দিকের বাইলাইন থেকে স্প্যানিশ মিডফিল্ডার ইয়োরেন্তের বাড়ানো ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন সুয়ারেস।
তার দ্বিতীয় গোলেও অবদান ইয়োরেন্তের। সতীর্থের ফ্লিকে বল পেয়ে সুয়ারেসের নেওয়া প্রথম শট পোস্টে লেগে ফেরে। দ্বিতীয় প্রচেষ্টায় অবশ্য ঠিকই বল জালে জড়ান তিনি।
আতলেতিকোর প্রথম তিনটি গোল করেন দিয়েগো কস্তা, আনহেল কোররেয়া ও জোয়াও ফেলিক্স। গ্রানাডার একমাত্র গোলটি হোর্হে মোলিনার।
এএন/৫