খেলা ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২০
১১:১৮ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২০
১১:১৮ পূর্বাহ্ন
কিলিয়ান এমবাপে, নেইমারদের সুযোগ নষ্টের ম্যাচে জোড়া গোল করলেন মাউরো ইকার্দি।
আর্জেন্টাইন স্ট্রাইকারের জোড়া গোলে রবিবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ২-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল। চলতি লিগে এ নিয়ে টানা দুই জয় পেল প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা।
আগের ম্যাচে নিসকে ৩-০ গোলে হারিয়ে আসা পিএসজি এগিয়ে যায় নবম মিনিটে। এক ডিফেন্ডারকে কাটিয়ে এমবাপের বাড়ানো বল ধরে ডান পায়ের শটে জাল খুঁজে নেন ইকার্দি। এর তিন মিনিট আগে নেইমারের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন এমবাপে।
৩৮ মিনিটে নেইমারের ফ্রি কিক জাল খুঁজে পায়নি। পাঁচ মিনিট পর ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড গোলমুখ থেকে বাইরে মেরে নষ্ট করেন আরেকটি সুযোগ।
৬১ মিনিটে নেইমারের শট লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। এমবাপের বাড়ানো বল নিখুঁত শটে জালে জড়ান ইকার্দি।
৭৪ মিনিটে মার্কিনিয়োসের হেড, আট মিনিট পর এমবাপের শটও লক্ষ্যে থাকেনি।
পাঁচ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে পিএসজি। চতুর্থ হারের স্বাদ পাওয়া রাঁস ১ পয়েন্ট নিয়ে রয়েছে অবনমন অঞ্চলে।
এএন/৬