বড় জয়ে মৌসুম শুরু বার্সেলোনার

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ২৮, ২০২০
১১:২৪ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২০
১১:২৪ পূর্বাহ্ন



বড় জয়ে মৌসুম শুরু বার্সেলোনার

বার্সেলোনা বড় জয়ে শিরোপা পুনরুদ্ধার অভিযান শুরু করল। রবিবার রাতে ভিয়ারিয়ালকে
ঘরের মাঠে ৪-০ গোলে হারিয়েছে দলটি। এই জয় দিয়ে ক্যাম্প নউয়ে শুরু হলো রোনাল্ড কুমান অধ্যায়।
স্বাগতিকদের চারটি গোলই হয় প্রথমার্ধে। দুটি গোল করেন আনসু ফাতি, একটি লিওনেল মেসি। অন্যটি আত্মঘাতী।
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলের হার দিয়ে গত মৌসুম শেষ করা বার্সেলোনা ২০২০-২১ মৌসুমের শুরুতে ছিল সাবধানী। ৪-২-৩-১ ফরমেশনে নিজেদের যেন পরীক্ষা করে নিচ্ছিল। বিপরীতে স্বাগতিকদের জায়গা না দেওয়ার পণ করে নেমেছিল ভিয়ারিয়াল।
দিনের অন্য ম্যাচে গ্রানাদাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে আতলেতিকো মাদ্রিদ। ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া ৩-১ গোলে কাদিসকে হারিয়ে শুরু করেছে লিগ।
এএন/৭