তাহিরপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২০
১০:৩৭ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২০
১০:৩৭ অপরাহ্ন
নিখোঁজের তিনদিন পর সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওরে এক যুবকের মরদেহ পানিতে ভেসে উঠেছে। ওই যুবকের নাম আল আমিন মিয়া (২৫)। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শিবরামপুর গ্রামের রফিকুল মিয়ার ছেলে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তার মরদেহ মাটিয়ান হাওরে ভেসে ওঠে। বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লতিফুর রহমান তরফদার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় যুবকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার দুপুরে আল আমিন মিয়া একা ছোট একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পার্শ্ববর্তী দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাঠাবুকা গ্রামে তার বড় বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে মাটিয়ান হাওরে বৈরী আবহাওয়ার মধ্যে ঢেউয়ের কবলে পড়ে নৌকা থেকে পানিতে পরে তিনি নিখোঁজ হন। পরে খালি নৌকাটি হাওরের মধ্যে দেখতে পেয়ে জেলেরা আল আমিন মিয়ার বাড়িতে খবর দিলে স্বজনরা গত তিনদিন অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি। অবশেষে আজ সোমবার সকালে তার লাশ মাটিয়ান হাওরে ভেসে ওঠে।
এএইচ/আরআর-০১