সুনামগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২০
০১:৫৩ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০২০
০১:৫৩ পূর্বাহ্ন
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের তত্ত্বাবধানে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) শহরের জুবিলী উচ্চবিদ্যালয়ের মাঠে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান পলাশ, সফিকুর রহমান রনি, সাইফ উদ্দিন, সিরাজুল ইসলাম সেলিম, আহমেদ ফারুক,জালাল, নয়ন আহমদ, আবু তাহের, মিসবাদোজ্জোদা জুনেদ, তায়েফ আহমদ, জুয়েল আহমদ, তাফসিরুল ইসলাম, মতিউর রহমান, অভি, ফয়েজ, মনোয়ার হোসেন, ফাহাদ রানা, অলক, আতিকুর রহমান রিয়াদ, নিহান, জাহিন, জিসান, মিলাদ, রাহাদ, আমজাদ, রাসেল আহমদ, সায়েম আহমদ প্রমুখ।
এমএ/আরআর-০৮