তাহিরপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২০
০২:৪৭ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২০
০২:৪৭ পূর্বাহ্ন
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসের সামনে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) তাহিরপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ৩টায় তাহিরপুর পূর্ব বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে সুজনের তাহিরপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হুসাইন শরীফ বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য দেন, সংগঠনের সহ-সভাপতি মুজিবুর রহমান, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান, নুরুল হুদা, দপ্তর সম্পাদক রমজান আলী, প্রচার সম্পাদক পাখিরুল, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ শাহীন, মানবাধিকার কমিশন তাহিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল হক মাস্টার ও তাহিরপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সুজনের সদস্য সোহানূর রহসান সোহাগ, তোজাম্মেল হক নাসরুম, তৌফিকুর রহমান তৌফিক, নুর মোহাম্মদ, ইউছুফ আলী, শফিকুল হক, আতিকুর রহমান আতিক প্রমুখ।
এএইচ/আরআর-০৩