দিরাই প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২০
০৩:০৪ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২০
০৩:০৪ পূর্বাহ্ন
দীর্ঘ ২১ বছর পর আপন ঠিকানায় ফিরছে সুনামগঞ্জের দিরাই পৌরসভা। আগামীকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) ২ কোটি ৯৬ লাখ ৯ হাজার ৭৮২ টাকা ব্যয়ে নবনির্মিত পৌর ভবনের উদ্বোধন করবেন এলাকার সাংসদ ড. জয়া সেনগুপ্তা।
জানা যায়, ১৯৯৯ সালে দিরাই উপজেলা সদরকে পৌরসভায় রূপান্তর করা হয়। পৌরসভা গঠনের পর থেকেই একটি ভাড়া বাড়িতে থেকে পৌরসভার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ২০০২ সালের প্রথম নির্বাচনে পৌর চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপির প্রার্থী আহমদ মিয়া। ২০১০ সাল পর্যন্ত ৯ বছর মেয়রের দায়িত্বপালন করে গেলেও পৌর ভবন নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেননি তিনি। ২০১০ সালে পৌরসভার দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান বুলবুল। নির্বাচিত হয়েই পৌরসভা কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দেন তিনি। কিন্তু পৌরসভার নিজস্ব জায়গা না থাকায় ভবন নির্মাণ নিয়ে ধোঁয়াশা দেখা দেয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় ভবন নির্মাণের জন্য বরাদ্দ দিলেও জায়গা ক্রয় করতে হয় পৌরসভার নিজস্ব আয় থেকে। ২০১৪ সালে তৎকালীন মেয়র আজিজুর রহমান বুলবুলের পরিবার ১৭ শতাংশ ও আরও ছয়জন ভূমি মালিক ১১ শতাংশ মোট ২৮ শতাংশ জায়গা দিরাই পৌরসভার অনুকূলে রেজিস্ট্রি করে দান করেন এবং ২৪ শতাংশ ভূমি ক্রয় করে মন্ত্রণালয়ে প্রেরণ করলে পৌর ভবন নির্মাণের জন্য ২ কোটি ৯৬ লাখ ৯ হাজার ৭৮২ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর ভবন নির্মাণের দরপত্র আহবান করা হয়। কাজ পায় বেলাল এন্টারপ্রাইজ নামক একটি নির্মাণ সংস্থা। দীর্ঘ ৫ বছর কাজ করার পর সম্পন্ন হয় পৌর ভবন নির্মাণের কাজ।
দিরাই বাজারের ব্যবসায়ী আসাদ উল্লাহ বলেন, 'সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল নির্বাচিত হয়েই ঘোষণা দিয়েছিলেন পৌর ভবন নির্মাণের। তিনি কথা রেখেছেন। নিজের মেয়াদকালেই অফিসিয়াল সব কার্যক্রম শেষ করে গেছেন। আজ তার স্বপ্নের বাস্তবায়ন হয়েছে।'
দিরাই বাজার মহাজন সমিতির সভাপতি কামাল উদ্দিন বলেন, 'দিরাই পৌরবাসীর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তবে সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হওয়ার পর উদ্বোধন করলে ভালো হতো।'
সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল বলেন, 'জায়গা সংক্রান্ত জটিলতার কারেণ ভবন নির্মাণ করতে পারছিলাম না। পরে আমার স্বজনসহ কিছু ভূমি মালিক জমি দান করার ফলে নির্মাণ প্রক্রিয়া সহজ হয়েছে। আজকের এই সফলতার পেছনে সবচেয়ে বেশি অবদান আমার নেতা প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের।'
বর্তমান মেয়র মোশাররফ মিয়া বলেন, 'কাল স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে। দিরাই পৌরবাসীর জন্য এটি অত্যন্ত আনন্দের। প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের একান্ত চেষ্টায় সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুলের আন্তরিকতার কারণে ভবন নির্মণ হয়েছে। আমার মেয়াদকালে কাজ সম্পন্ন করতে পারায় আমি সবার কাছে কৃতজ্ঞ।'
এএইচ/আরআর-০৫