আরব ক্লাবে প্রথম ইসরায়েলি ফুটবলার

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ৩০, ২০২০
০৬:১০ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২০
০৬:১০ পূর্বাহ্ন



আরব ক্লাবে প্রথম ইসরায়েলি ফুটবলার

ইতিহাসে প্রথমবারের মতো আরবের কোনো ক্লাবে ডাক পেয়েছেন ইসরায়েলি ফুটবলার।

দুই বছরের জন্য ফুটবলার মোহাম্মদ সাবাকে কিনে নিয়েছে আল নাসের। তবে কি পরিমাণ অর্থে এই চুক্তি সম্পন্ন হয়েছে তা জানানো হয়নি।

নিজেদের টুইটার পেজে সাবাকে দলে নেওয়ার বিষয়টি জানিয়েছে ফুটবল ক্লাব আল নাসের। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবাকে দলে নেওয়ার ঘোষণা দিয়ে একটি ভিডিও আপলোড করেছে ক্লাবটি।

ফিলিস্তিনি বংশোদ্ভূত সাবা জন্মগ্রহণ করেছে উত্তর ইসরায়েলে। ২০১১ সালে তিনি যোগ দেন ইসরায়েলি ক্লাব মাকাবি তেল আবিবে। এরপর আরো কয়েকটি ক্লাবের হয় খেলেন তিনি। ইসরায়েল জাতীয় দলের জার্সি গায়ে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দিয়া সাবা।

আগামী সপ্তাহে দলের যোগ দেওয়ার কথা রয়েছে তার। এদিকে, আগামী মাসে শুরু হতে চলেছে আরব আমিরাতের ঘরোয়া মৌসুম।

যদিও, বিভিন্ন কারণে আরব-ইসরায়েল সম্পর্কে বেশ টানাপোড়েন দীর্ঘদিন। এই সম্পর্কে এবার ফুটবলের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন হবার পথে।এএন/০২