সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০২, ২০২০
০৬:০১ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০২, ২০২০
০৬:০১ অপরাহ্ন
গোলরক্ষক বার্নড লেনোর এমন নৈপুণ্যেই লিভারপুলকে হারায় আর্সেনাল
ইয়ুর্গেন ক্লপের লিভারপুলের সামনে চীনের প্রাচীর হয়ে আবির্ভূত হলেন বার্নড লেনো। নির্ধারিত ৯০ মিনিটে ঝলক দেখানো পর টাইব্রেকারেও দুটি শট রুখে দিলেন তিনি। তার নৈপুণ্যে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে পা রাখল আর্সেনাল।
বৃহস্পতিবার রাতে প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডের ম্যাচ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে ৫-৪ ব্যবধানে জেতে মিকেল আর্তেতার দল। আগামী ডিসেম্বরে শেষ আটের লড়াইয়ে তারা মুখোমুখি হবে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির।
অ্যানফিল্ডে নির্ধারিত পাঁচটি করে স্পট-কিকে আর্সেনালের মোহামেদ এলনেনি ও লিভারপুলের দিভক ওরিগি প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হন। আর সাডেন ডেথের শুরুতেই হ্যারি উইলসনের পেনাল্টি ফিরিয়ে নায়ক বনে যান লেনো। এরপর জোসেফ উইলকের শট জালে জড়ালে উৎসবে মাতে গানাররা।
এএন/০৪