শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ০৪, ২০২০
০৪:০০ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৪, ২০২০
০৪:০০ পূর্বাহ্ন
শায়েস্তাগঞ্জে মুছাদ্দর মিয়া (৫৩ ) নামে এক লােক দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন । তিনি শায়েস্তাগঞ্জ এর বিরামচর গ্রামের মৃত তােতা মিয়ার ছেলে ।
শনিবার বিকেলে শায়েস্তাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি ) করেছেন নিখােঁজ মুছাদ্দর আলীর ভাতিজা মাে. ছায়েদ মিয়া।
জিডি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নতুন ব্রীজ থেকে বাসযােগে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ যাচ্ছিলেন তিনি। সেখানে একটি মাদরাসায় তার একমাত্র ছেলে মাে. তারেক পড়ালেখা করে। তাকে দেখতেই যাচ্ছিলেন। সন্ধ্যায় তার বাবার মােবাইল নাম্বার বন্ধ পেয়ে মাকে ফোন করে জানায় তার বাবা এখনও আসেনি। পরবর্তীতে সম্ভাব্য সকল আত্মীয়স্বজনের সঙ্গে যােগাযােগ করেও মুছাদ্দর আলীর সন্ধান পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বাসযােগে ব্রাহ্মণবাড়িয়া যাবার পথে নিখোঁজ হন মুছাদ্দর আলী। তার ব্যবহৃত মােবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তার সন্ধান পেতে পুলিশের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
এসডি/বিএ-১৪