জগন্নাথপুরে আ.লীগ নেতা আব্দুল মালিকের জানাজা সম্পন্ন

জগন্নাথপুর প্রতিনিধি


অক্টোবর ০৪, ২০২০
১০:০১ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৪, ২০২০
১০:০২ অপরাহ্ন



জগন্নাথপুরে আ.লীগ নেতা আব্দুল মালিকের জানাজা সম্পন্ন

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা সফাত উল্যাহ উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল মালিকের (৭০) জানাজার নামাজ আজ রবিবার (৪ অক্টোবর) দুপুরে শ্রীধরপাশা দারুল উলুম হাফিজিয়া মাদরাসার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে মাওলানা আব্দুল বাতির।

জানাজার নামাজে অংশ নেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশিম, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু, বিএনপি নেতা এম এ মুকিত, সফাত উল্যাহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমেদ চৌধুরী, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক বশির আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আলাল হোসেন রানা, ছাত্রলীগ সভাপতি লায়েক আহমেদ প্রমুখ।

আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক হঠাৎ করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল শনিবার (৩ অক্টোবর) রাত ১১টায় না ফেরার দেশে চলে যান। প্রবীণ এই আওয়ামী লীগ নেতা কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দুইবারের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। ১৯৭৫ পরবর্তীতে আওয়ামী লীগের দুঃসময়ে সক্রিয় ভূমিকা রাখেন সৎ ও সজ্জন নিবেদিতপ্রাণ এই মুজিব সৈনিক।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমেদ, সদস্য নুরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক শাহ রুহেল প্রমুখ।

 

এএ/আরআর-০৪