জামালগঞ্জে কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

জামালগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ০৫, ২০২০
১২:২৭ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৫, ২০২০
১২:২৭ পূর্বাহ্ন



জামালগঞ্জে কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা কৃষক লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের (সিলেট-সুনামগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানম। শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি।

কৃষক লীগ নেতা শেরন মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু ও সুনামগঞ্জ জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার।

অন্যদের মাঝে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান তারেক, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রিংকু চৌধুরী, জেলা কৃষক লীগের সদস্য মো. শামসুল হক, জালাল মিয়া, নিজাম নূর প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। শেখ হাসিনার সরকার বিশ্বাস করে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষক হলো দেশের প্রাণ। তাদের শ্রমে-ঘামে উৎপাদিত ফলনে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সরকার কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে। কৃষকের কথা চিন্তা করে সরকার প্রণোদনা হিসেবে সার, বীজ, নগদ অর্থ, কৃষিকাজে ব্যবহারের উন্নত প্রযুক্তির যন্ত্রপাতিতে ভর্তুকি দিয়ে যাচ্ছে।’

এর আগে সকালে তিনি জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করেন। পরবর্তীতে ৩৭৫ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বই বিতরণ করেন। এছাড়া ১৩১ জনকে সোলার প্যানেল ও ৩০টি ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে ১০ হাজার টাকা করে ৩ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

 

বিআর/আরআর-১২