খেলা ডেস্ক
অক্টোবর ০৫, ২০২০
০৪:৩৮ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৫, ২০২০
০৪:৩৮ পূর্বাহ্ন
ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের ধরাশায়ী হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও ম্যাচের দ্বিতীয় মিনিটে পেনাল্টি থেকে গোল করে ১-০ এগিয়ে ছিল দলটি।
রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে টটেনহ্যাম হটস্পারের কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছে ওলে গানার সুলশারের দল। সবশেষ ২০১১ সালে এমন তিক্ত অভিজ্ঞতা হয়েছিল রেড ডেভিলসদের। সেবার শহর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে এই স্টেডিয়ামে একই ব্যবধানে উড়ে গিয়েছিল তারা।
অতিথি জোসে মরিনহোর দলের পক্ষে জোড়া গোল করেন হ্যারি কেইন ও সন হিউং-মিন। একবার করে লক্ষ্যভেদ করেন সার্জ অরিয়ের ও টানগাই এনডমবেলে। ২৮ মিনিটে অ্যান্থনি মার্শিয়াল লাল কার্ড দেখায় এক ঘণ্টার বেশি সময় একজন কম নিয়ে খেলতে হয় স্বাগতিকদের। তাদের পক্ষে একমাত্র গোলটি করেন ব্রুনো ফার্নান্দেস।
এএন/০১