লেভেন্তেকে হারিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৫, ২০২০
১২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৫, ২০২০
১২:৫৮ পূর্বাহ্ন



লেভেন্তেকে হারিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লা লিগায় স্বাগতিক লেভেন্তেকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে রিয়ালের ১৩টি শটের বিপরীতে ১১টি শট নেয় লেভান্তে। তবে জিনেদিন জিদানের দলের যেখানে তিনটি শট ছিল লক্ষ্যে, প্রতিপক্ষের ছিল চারটি। তবে কঠিন বাধা উতরে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।
রবিবার পাওয়া জয়টি লিগে রিয়ালের টানা তৃতীয় জয়। এতে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে তারা। চার ম্যাচে তাদের অর্জন ১০ পয়েন্ট।
প্রতিপক্ষের মাঠে শুরুর দিকে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যাওয়া রিয়াল ব্যবধান দ্বিগুণ করে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে। চলতি মৌসুমে নিজের প্রথম গোলের দেখা পান দলটির গতবারের সর্বোচ্চ গোলদাতা করিম বেনজেমা। তবে আলাদা করে নজর কেড়েছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। চারটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে পূর্ণ তিন পয়েন্ট পাইয়ে দিতে অসামান্য ভূমিকা রাখেন তিনি।
সবশেষ মৌসুমে লেভান্তের মাঠে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল স্পেনের সফলতম ক্লাব রিয়ালের। গত ফেব্রুয়ারিতে ১-০ ব্যবধানে হেরেছিল তারা।
এএন/০২