জবানবন্দি দিলেন চুনারুঘাটে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা ও মেয়ে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ০৫, ২০২০
০৮:৫৫ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৫, ২০২০
০৯:২৫ পূর্বাহ্ন



জবানবন্দি দিলেন চুনারুঘাটে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা ও মেয়ে

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা ও মেয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার (৫ অক্টোবর) বেলা ২টার দিকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুলতান উদ্দিন প্রধানের আদালতে তারা ২২ ধারায় জবানবন্দি দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক ধাম। তিনি জানান, ভিকটিম মা-মেয়ে আদালতে নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তারা ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন।

এদিকে এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুইজনকে আজ সোমবার (৫ অক্টোবর) আদালতে নেওয়া হয়েছে এবং সেখানে তাদের জবানবন্দি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে একদল দুর্বৃত্ত চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের গরিবছড়া এলাকায় বাড়িতে গিয়ে মুখে কাপড় বেঁধে মা ও মেয়েকে গণধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনার পর ভিকটিম মেয়ে বাদী হয়ে গত শনিবার রাতে তিনজনের নাম ‍উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর গতকাল রবিবার বিকেলে চুনারুঘাট থানার পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।

 

এসডি/আরআর-০২