সৌমিত্র চট্টোপাধ্যায় করোনাক্রান্ত

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৬, ২০২০
০১:১৭ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৬, ২০২০
০১:১৭ অপরাহ্ন



সৌমিত্র চট্টোপাধ্যায় করোনাক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কলকাতার বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে বেড বুক করা হয় মধ্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার ১১টা নাগাদ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয় তাকে। তার অবস্থা আপাতত স্থিতিশীল। হাসপাতালের তরফেও জানানো হয়েছে, তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।

জানা গেছে, করোনার রিপোর্ট পজিটিভ হলেও তার অবস্থা স্থিতিশীল। তাকে আপাতত কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। পাশাপাশি তার চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম গঠন করা হচ্ছে।

এর আগেও টলিউডে হানা দিয়েছে করোনাভাইরাস। অভিনেত্রী কোয়েল মল্লিকের পরিবার, চিত্র পরিচালক রাজ চক্রবর্তী-সহ অনেকেই কোভিডে আক্রান্ত হয়েছেন।

তবে তারা প্রত্যেকেই কোভিডকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন।

বাংলা সিনেমার পাশাপাশি টেলিভিশনের অভিনেতা ও কুশীলবরাও আক্রান্ত হয়েছেন কভিড ১৯-এ।

বিএ-১৯