সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৬, ২০২০
০১:১৩ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৬, ২০২০
০১:১৩ অপরাহ্ন
সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে পুরো দেশ। জনপ্রিয় মডেল উপস্থাপক ও অভিনয়শিল্পী জাহারা মিতুও প্রতিবাদ জানালেন। ধর্ষকের ফাঁসি অথবা ক্রসফায়ার চাইলেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিতু বলেন, ‘নারী ও শিশু আইন ২০০০ অনুযায়ী ধর্ষণ করার পরে উক্ত নারী মারা গেলে শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন। আর ধর্ষণ করার চেষ্টা করলে ও আহত করলে সর্বোচ্চ সাজা ৫- ১০ বছরের জেল। তো ভয় কেনো পাবে? ডিরেক্ট ক্রসফায়ার কিংবা ফাঁসি নয় কেনো? আরে ভাই চেষ্টা করলেইতো ফাঁসি হওয়া উচিৎ। এদের বাঁচিয়ে রেখে লাভ কি?’
এদিকে মিতুর এমন বিবৃতিকে সমর্থন জানিয়েছেন তার একাধিক ভক্ত। শাহরিয়ার রফিক নামের এক ভক্ত লিখেন, ‘অই ৫-১০ বছরের জেলটাও তো ঠিকমতো হয় না। ঢিলেঢালা বিচার প্রক্রিয়া আর তার মধ্যে আরেকটা অঘটন, মিডিয়ার অইদিকে ফোকাস, আগেরটা বাদ, ৫-১০ দিন জেল হয়তো।’
শরিয়তুল্লাহ শাওন নামের আরেক ভক্ত মন্তব্য করেন, ‘আপু আমার মতে যেগুলোর সরাসরি প্রমাণ পাওয়া যায় যেমন এমসি কলেজ, আর নোয়াখালীর ঘটনাটা- এমনগুলো সাথে সাথে ক্রসফায়ার দেওয়া উচিত।’
মো. মঈন উদ্দিন নামের এক ভক্ত মন্তব্য করেন, ‘রাস্তায় জনগণের সামনে ক্রসফায়ার আর না হয় ফাঁসি দিয়ে মারা উচিত...?
বিএ-২৪