ধর্ষণের প্রতিবাদে জামালগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন

জামালগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ০৭, ২০২০
০১:৩৮ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৭, ২০২০
০১:৩৮ পূর্বাহ্ন



ধর্ষণের প্রতিবাদে জামালগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন

সুনামগঞ্জের জামালগঞ্জে দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ৩টায় মহিলা পরিষদের উদ্যোগে জামালগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা পরিষদের সভাপতি শেখ আয়েশা বেগম। সদস্য শাহানা আল আজাদের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, মহিলা পরিষদের সহ-সভাপতি দীপশ্রী তালুকদার, সাধারণ সম্পাদক হীরামন আক্তার, সহ-সাধারণ সম্পাদক খালেদা আক্তার, সমাজকল্যাণ সম্পাদক নির্লীপ্তা হালদার, সদস্য নাজমা আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নারীর প্রতি দেশব্যাপী যে সহিংসতা শুরু হয়েছে তাতে কোনো নারীই আজ নিরাপদ নয়। ধর্ষণের মতো ঘৃণ্য অপকর্মে ছেয়ে গেছে আমাদের সমাজ ও রাষ্ট্র। অপরাধীরা প্রতিটি ক্ষেত্রেই পার পেয়ে যাচ্ছে। যার দরুন ধর্ষকরা আরও উৎসাহিত হচ্ছে। এর সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে নারীরা নিরাপদে পথ চলতে পারবে না।

 

বিআর/আরআর-০৬