নারী নির্যাতন বন্ধের আহ্বান ফুটবলারদের

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৭, ২০২০
০৭:০৮ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৭, ২০২০
০৭:০৮ অপরাহ্ন



নারী নির্যাতন বন্ধের আহ্বান ফুটবলারদের

গোটা দেশ জুড়েই বেড়ে চলেছে ধর্ষণ আর নারী নির্যাতনের ঘটনা। এসব ঘটনার প্রতিবাদ  জানাচ্ছেন সচেতন মানুষেরা। সবাই সর্বোচ্চ শাস্তি চাইছেন দুর্বৃত্তদের। এনিয়ে ক্রিকেটার মাশরাফি-সাকিব-মুশফিকদের এই বর্বরতার বিরুদ্ধে সামিল হলেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররাও।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হলেন জাতীয় দলের দুই ফুটবলার আশরাফুল ইসলাম রানা ও ইমন মাহমুদ বাবু।
জাতীয় দলের গোলকিপার আশরাফুল ইসলাম রানা নিজের অফিসিয়াল ফেসবুকে লিখেছেন, ‘দেশে উদ্বেগজনক হারে বাড়ছে নারী নির্যাতন ও সহিংসতার হার। প্রতিদিনই ঘটছে ধর্ষণ ও নির্যাতনের ঘটনা। সবার মতো আমিও এই নিয়ে শঙ্কিত।’
সঙ্গে শিশুর নিরাপত্তা নিয়ে রানা লিখলেন, ‘নারী ও শিশু নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে এখনই সময় রুখে দাঁড়ানোর। সমাজের সর্বস্তরের মানুষজনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই এমন ঘৃণিত অপরাধ দমন করা সম্ভব। আসুন সবাই মিলে রুখে দাঁড়াই, নারী ও শিশুর নিরাপত্তা সুনিশ্চিত করি।’
জাতীয় দলের আরেক মিডফিল্ডার ইমন মাহমুদ বাবু তার ফেসবুক পেজে লিখেছেন, ‘সমাজে এক শ্রেণির বর্বরোচিত মানুষ বিরাজ করছে যারা ধর্ম ও বর্ণ নির্বিশেষে শিশু ও নারীদের প্রতি প্রতিনিয়তই যে জঘন্য অত্যাচার করছে তা দেখে আমি আর চুপ থাকতে পারি না। আমি অবস্থান করছি এইসব ঘৃণিত ও অমানবিক নির্যাতনের বিরুদ্ধে।
এই দুঃসময়ে সমাজের সর্বস্তরের মানুষের উচিত ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়, ঘৃণিত অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। আসুন সবাই মিলে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি। Enough is enough!’
এএন/০৩