রাতে মাঠে নামছে ইউরোপিয়ান জায়ান্টরা

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৭, ২০২০
০৮:৫৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৭, ২০২০
০৮:৫৬ অপরাহ্ন



রাতে মাঠে নামছে ইউরোপিয়ান জায়ান্টরা

আজ আজ বুধবার (৭ অক্টোবর) রাতেই মাঠে নামছে ইউরোপিয়ান ফুটবলের জায়ান্টরা।
করোনার প্রাদুর্ভাবে প্রতিটি লিগের মতো আন্তর্জাতিক ম্যাচের সূচিও উলটপালট। দেরিতে ফেরা সব ধরণের ফুটবলেও থাকছে করোনার হানা। এরমধ্যেই অনেক খেলোয়াড় কোভিড-১৯ পজিটিভ হয়ে কোয়ারেন্টিনে আছেন। ইউক্রেন তো মাঠে নামানোর মতো খেলোয়াড়ই খুঁজে পাচ্ছে না। প্রীতি ম্যাচে রাত ১টায় বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার কথা দলটির। করোনা আক্রান্ত খেলোয়াড় আছে ফ্রান্স দলেও।
এছাড়া সুইজারল্যান্ড ও পর্তুগাল স্কোয়াডেও করোনা হানা দিয়েছে। রাত পৌনে ১টায় সুইজারল্যান্ড বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া এবং পর্তুগাল ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে। একই সময়ে চার বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি মোকাবেলা করবে তুরস্কের। আর আরেক চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি লড়বে মালডোভার বিপক্ষে।
এএন/০৬