জগন্নাথপুর প্রতিনিধি
অক্টোবর ০৮, ২০২০
০৯:২১ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৮, ২০২০
০৯:২৩ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরের পল্লীতে তরুণী ধর্ষণ ও বৃদ্ধ বাবাকে মারপিটসহ দেশজুড়ে ধর্ষণ, নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে ১৪টি সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় পৌরপয়েন্টে ঘন্টাব্যাপী মানববন্ধনে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি জগন্নাথপুরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘জগন্নাথপুরসহ সারাদেশ জুড়ে ধর্ষণ, অপরহণ, নিপীড়ন ও নির্যাতন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। নিরাপত্তাহীন হয়ে পড়েছে মানুষের জীবন। নারীরা কোথাও নিরাপদ না। এর দায় রাষ্ট্রকেই নিতে হবে। ’ ধর্ষকদের বিচারের আওতায় এনে ফাঁসির মাধ্যমে মৃত্যুদন্ড নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
জগন্নাথপুরের সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর, আদর্শ সমাজ কল্যান যুব সংঘ, জগন্নাথপুর ছাত্র কল্যাণ পরিষদ এম.সি.কলেজ, থিয়েটার জগন্নাথপুর, বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদ, প্রাক্তন ছাত্র পরিষদ রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এসএসসি ১৯৭২-২০২১ স্টুডেন্ট অব জগন্নাথপুর উপজেলা, আলোর প্রত্যাশা, সানরাইজ ক্রিকেট ক্লাব পাটলী, জগন্নাথপুর ইয়াংস্টার, উদীচি শিল্পীগোষ্টি, রসুলপুর সমাজকল্যান সংস্থা, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন জগন্নাথপুর ও জগন্নাথপুর মুক্তিযোদ্ধা মঞ্চ সহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেন।
প্রসঙ্গত, গত ৫ অক্টোবর রাতে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলিপুর গ্রামে এক তরুণীকে অপহরণ করে ধর্ষণ ও তাঁর বৃদ্ধ বাবাকে মারধর করে বখাটেরা। এঘটনায় পুলিশ ৫ জনকে আটক করলেও মূলহোতা শামীম আহমদকে এখনো ধরতে পারেনি।
বিএন-২