জামালগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ০৮, ২০২০
০৯:৪১ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৮, ২০২০
০৯:৪১ অপরাহ্ন
সুনামগঞ্জের জামালগঞ্জে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মো. রজব আলীর বিরুদ্ধে ভাতার টাকা আত্মসাতের অভিযোগে অভিযোগ দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব বরাবরে এই অভিযোগ দায়ের করা হয়।
১২ জন স্বাক্ষরিত অভিযোগে জানা যায়, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. রজব আলী ৩নং ওয়ার্ডের কালীপুর, সদরকান্দি, লম্বাবাঁক, পূর্ব কালীপুর, পশ্চিম কালীপুর গ্রামের ১২ জন বয়স্ক ও বিধবা ভাতাভোগীদের মাঝে ৪ হাজার ৫০০ টাকার মধ্যে প্রতিজনকে ৩ হাজার টাকা দিয়ে ভাতা বইয়ে ৪ হাজার ৫০০ টাকা লিখিয়ে তাদের হাতে বই ধরিয়ে বিদায় দেন। পরে ওই ভাতাভোগীরা উপজেলা সমাজসেবা অফিসে এসে জানতে পারেন তাদের ভাতা ৪ হাজার ৫০০ টাকা। চেয়ারম্যান মো. রজব আলী ইউপি সচিবের মাধ্যমে প্রতিজনের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা আত্মসাতের পাঁয়তারা করছেন বলে ভাতাভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ন্যায়বিচার চেয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে। যথাযথভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. রজব আলীর সাথে বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
বি এন-৩