সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৮, ২০২০
১০:৪৬ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৮, ২০২০
১০:৪৬ অপরাহ্ন
ঘরের মাঠে স্বাগতিক ফ্রান্স গোল বন্যায় ভাসাল ইউক্রেনকে। বুধবার রাতে শততম ম্যাচে জোড়া গোল করলেন অলিভিয়ের জিরু। বদলি নেমে শেষ দিকে জালের ঠিকানা খুঁজে নিলেন কিলিয়ান এমবাপে ও আতোঁয়ান গ্রিজমান। তাতে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স জিতেছে ৭-১ গোলের ব্যবধানে। তাদের হয়ে লক্ষ্যভেদ করেন এদুয়ার্দো কামাভিঙ্গা আর কোরেনতিন তোলিসোও। অন্য গোলটি আত্মঘাতী। অতিথিদের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন ভিক্তর তিশানকভ।
উয়েফা নেশন্স লিগে আগামী রবিবার পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। তার আগের দিন জার্মানির বিপক্ষে খেলবে ইউক্রেন।
এএন/০৩