মলডোভাকে ৬ গোলে হারাল ইতালি

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৮, ২০২০
০৬:৪৯ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৮, ২০২০
০৬:৪৯ অপরাহ্ন



মলডোভাকে ৬ গোলে হারাল ইতালি

উয়েফা নেশন্স লিগে মাঠে নামার আগে দারুণ প্রস্তুতি সেরে নিয়েছেন চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মলডোভাকে উড়িয়ে দিয়েছে তারা। নিজেদের মাঠে ৬-০ গোলে বড় জয় তুলে নিয়েছে রবের্তো মানচিনির শিষ্যরা।
মলডোভার বিপক্ষে এদিন নিয়মিত একাদশের অনেককেই বিশ্রাম দিয়েছিলেন মানচিনি। তাতে সুযোগ পেয়ে যান ফ্রান্সেসকো কাপুতার মতো খেলোয়াড়রা। ইতালির জার্সিতে অভিষেকটাও দারুণ হলো তার। সবচেয়ে বেশি বয়সে অভিষেকে ইতালির হয়ে গোল করার কীর্তি গড়েন তিনি। এদিন মাঠে নামার সময় তার বয়স ছিল ৩৩ বছর ৬২ দিনে।
দলের হয়ে অবশ্য নজর কেড়েছেন বেশি গত মৌসুমে রোমা ছেড়ে চীনের শাংহাই শেনহুয়ায় যোগ দেওয়া স্তেফান এল শারাউই। জোড়া গোল করেছেন তিনি। এছাড়া একটি করে গোল পেয়েছেন ব্রায়ান ক্রিস্তান্তে, কাপুতো ও দোমেনিকো বেরার্দি। অপর গোলটি আত্মঘাতী।
আগামী রবিবার নেশন্স লিগে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে ইতালি। এরপর বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে দলটি।
এএন/০৪