শতবর্ষের রেকর্ড ভাঙলেন ফ্রান্সের বিস্ময়বালক

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৮, ২০২০
০৮:১৯ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৮, ২০২০
০৮:৪৬ অপরাহ্ন



শতবর্ষের রেকর্ড ভাঙলেন ফ্রান্সের বিস্ময়বালক

শতবর্ষের রেকর্ড ভাঙলেন ফ্রান্সের বিস্ময় বালক এদোয়ার্দো কামাভিঙ্গা। মাত্র ১৭ বছর বয়সেই একের পর এক ইতিহাস গড়ে চলেছেন এই ফরাসি মিডফিল্ডার।
বুধবার রাতে ইউক্রেনের জালে ৭ বার বল জড়ানোর ম্যাচের প্রথম চমকটাই তার। এদিন দুর্দান্ত এক ওভারহেড ফ্লিকে ম্যাচের নবম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন কামাভিঙ্গা। ওই গোলের সুবাদে ইতিহাসে নতুন করে নিজের নাম লেখালেন কামাভিঙ্গা। পরিসংখ্যান বলছে, ১০৬ বছরের মধ্যে ফ্রান্সের হয়ে সবচেয়ে কম বয়সী গোলদাতা এখন এই বিস্ময় বালক।
এর আগে ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ফরাসি জার্সি গায়ে মাঠে নামেন কামাভিঙ্গা। সেপ্টেম্বরে ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশনস লিগের ম্যাচে ১৭ বছর ৩০৩ দিন বয়সে অভিষেক হয় রেনে তারকার।
ম্যাচে কামাভিঙ্গার গোলের পর জোড়া গোল করেন অলিভার জিরু। তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে আর অভিজ্ঞ আঁতোয়া গ্রিজম্যান একটি করে গোল করেন। অপর গোলটি ছিল আত্মঘাতি। জবাবে ইউক্রেনের ভিক্টর তাইশাঙ্কোভ একটিমাত্র গোল শোধ করেন।
এএন/০৭