হবিগঞ্জে ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ০৯, ২০২০
০৮:১৯ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৯, ২০২০
০৮:১৯ অপরাহ্ন



হবিগঞ্জে ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ পলিথিন রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পালের নেতৃত্বে পরিচালিত অভিযানের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। এ সময় জব্দ করা হয় ওই ব্যবসায়ীর হেফাজতে থাকা ১০ টন পলিথিন।

সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল জানান, উপজেলার বাল্লা রোড এলাকার মো. ফজলুল হক নামের এক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত অবৈধ পলিথিন সংরক্ষণ করে বাজারজাতকরণ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে প্রায় ১০ টন পলিথিন জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, পলিথিন বিক্রি ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। তাই কোনো ব্যবসায়ী তা করতে পারবে না। করলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া একই সময়ে উপজেলার দুধপাতিল মাজার সংলগ্ন মুড়িছড়া হতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করে র‌্যাব ও বিজিবি’র আভিযানিক দল।

 

এসআর/আরআর-০৩