সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১০, ২০২০
০৪:০০ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১০, ২০২০
০৪:০০ পূর্বাহ্ন
বিশ্বকাপ বাছাইপর্বের লাতিন আমেরিকা অঞ্চলের খেলায় লিওনেল ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলের প্রত্যাশিত জয় পেয়েছে প্রায় এক বছর পর আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলা আর্জেন্টিনা। এই নিয়ে টানা ৮ ম্যাচে জয়ের ধারা ধরে রাখলো লিওনেল স্কালোনির দল। ম্যাচের ১৩ মিনিটে লিওনেল মেসির পেনাল্টি থেকে করা গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
বাংলাদেশ সময় শুক্রবার সকালে বুয়েন্স আয়ারন্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কোনো দলই চোখ ধাঁধানো ফুটবল উপহার দিতে পারেনি। আর্জেন্টিনার শুরুর একাদশে ৭ ফুটবলার ছিল, যারা আগে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলেনি।
এদিকে, লাতিন অঞ্চলের অন্য ম্যাচে ঘরের মাঠে লুইস সুয়ারেজ ও মাক্সি গোমেজের লক্ষ্যভেদে চিলিকে ২-১ গোলে হারিয়েছে উরুগুয়ে। চিলির হয়ে গোলটি করেন আলেক্সিস সানচেজ। আরেক ম্যাচে প্যারাগুয়ে নিজেদের মাঠে পেরুর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে।
আগামী মঙ্গলবার পরের ম্যাচে বলিভিয়ার মাঠে খেলতে নামবে আর্জেন্টিনা।
এএন/০২