অবশেষে জয়ের দেখা পেল জার্মানি

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১২, ২০২০
১২:০৮ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১২, ২০২০
১২:০৮ পূর্বাহ্ন



অবশেষে জয়ের দেখা পেল জার্মানি

অবশেষে উয়েফা ন্যাশন্স লিগে জয়ের দেখা পেল জার্মানি। স্বাগতিক ইউক্রেনকে ২-১ গোলে হারিয়ে দিল কোচ জোয়াকিম লো’র দল। গ্রুপ পর্বে এটাই জার্মানদের প্রথম জয়। তিন ম্যাচ খেলে বাকি দুটিতে করেছে ড্র।
ম্যাথিয়াস গিন্টারের গোলে ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যায় সফরকারী জার্মানি। ৪৯তম মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন লেওন গোরেটজস্কা। কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে ৭৬ মিনিটে পেনাল্টি থেকে ইউক্রেনের হয়ে একটি গোল শোধ করেন রাসলান মালিনোভস্কি।
উয়েফা ন্যাশন্স লিগ চালুর পর প্রথম জয় পেল জার্মানি। গত বছর কোন ম্যাচ জিততে না পারায় গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
এএন/০৮