সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৪, ২০২০
০৩:৫৯ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৪, ২০২০
০৩:৫৯ অপরাহ্ন
তারকা স্ট্রাইাকার নেইমারের হ্যাটট্রিকে পেরুকে হারাল ব্রাজিল। আজ বুধবার বাংলাদেশ সময় সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৪-২ গোলে জিতেছেপাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের অন্য গোল এসেছে রিশার্লিসনের পা থেকে। পেরুর হয়ে দুই গোল করেন আন্দ্রে কারিয়ো ও রেনাতো তাপিয়া।
এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার তালিকাই দুইয়ে উঠে গেলেন পিএসজি তারকা। কিংবদন্তি রোনালদোর ৬২ গোল ছাড়িয়ে নেইমারের এখন ৬৪ গোল। তার উপরে ৭৭ গোল নিয়ে আছেন কেবল সর্বকালের সেরা ফুটবলার পেলে।
এএন/০২