উয়েফা নেশন্স লিগে স্পেনের হার, জার্মানির হোঁচট

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৪, ২০২০
০৮:৪২ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৪, ২০২০
০৮:৪২ অপরাহ্ন



উয়েফা নেশন্স লিগে স্পেনের হার, জার্মানির হোঁচট

উয়েফা নেশন্স লিগে ইউক্রেনের মাঠে ১-০ গোলে হেরে গেছে স্পেন। আর ঘরের মাঠে সুইজারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করেছে জার্মানি।
গত বৃহস্পতিবার ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ইউক্রেন। এরপর নেশন্স লিগে জার্মানির কাছে ২-১ গোলের হার। কিন্তু ঘরের মাঠে স্পেনকে চমকেই দিলো তারা। ৭ বারের দেখায় স্পেনের বিপক্ষে এটি ইউক্রেনের প্রথম জয়। দলের হয়ে ৭৬ মিনিটে জয়সূচক গোলটি করেন ভিক্টর তিশানকভ।
মঙ্গলবার এ লিগের ৪ নম্বর গ্রুপের অপর ম্যাচে জার্মানিকে দুঃস্বপ্ন উপহার দিতে যাচ্ছিল সুইজারল্যান্ড। মারিও গাভরানোভিচ ও রেমো ফ্রুইলারের গোলে ২৬ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় তারা।
তবে এরপর দুই চেলসি তারকা টিমো ভারনার ও কাই হাভার্টজের কল্যাণে ম্যাচে ফিরে জার্মানি।
৬০ মিনিটে বায়ার্ন তারকা সার্জ নাব্রির গোলে স্কোর হয়ে যায় ৩-৩। শেষ দিকে লাল কার্ড দেখেন সুইজারল্যান্ডের ফাবিয়ান স্কার।
নেশন্স লিগে ৪ ম্যাচে মাত্র একটিতে জিতেছে জার্মানি। বাকি তিনটি ড্র। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জার্মানির চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে তিনে ইউক্রেন। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেন।
এএন/১০