সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৫, ২০২০
০৪:৪৬ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৫, ২০২০
০৪:৪৬ অপরাহ্ন
উয়েফা নেশন্স লিগে ডেনমার্কের কাছে ধরাশায়ী হয়েছে স্বাগতিক ইংল্যান্ড। জাতীয় দলের হয়ে শততম ম্যাচে গোল করে ক্রিশ্চিয়ান এরিকসেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে দারুন এক জয় উপহার দেন ডেনমার্ককে।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বুধবার ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচে ১-০ গোলে জেতে ডেনিশরা। প্রতিযোগিতাটিতে গত মাসে ডেনমার্কের মাঠে গোলশূন্য ড্র করেছিল ইংল্যান্ড।
একই সময়ে হওয়া গ্রুপের আরেক ম্যাচে আইসল্যান্ডকে তাদের মাঠে ২-১ গোলে হারায় বেলজিয়াম। দলটির হয়ে দুটি গোলই করেন ইন্টার মিলানের তারকা ফরোয়ার্ড রোমেলু লুকাকু। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে বেলজিয়াম। ডেনমার্ক ও ইংল্যান্ডের সমান ৭ পয়েন্ট হলেও গোল ব্যবধানে ডেনিশরা আছে দুই নম্বরে।
এএন/০৫