সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৮, ২০২০
০৮:২৩ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৮, ২০২০
০৮:২৩ পূর্বাহ্ন
দিনের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ হারার পর রাতে বার্সেলোরও একই পরিণতির শিকার হতে হয়। নিজেদের মাঠে লড়াকু ফুটবল খেলে দারুণ এক জয় পেল গেতাফে।
লা লিগার ম্যাচে শনিবার রাতে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা। ২০১১ সালের পর দলটির বিপক্ষে এই প্রথম জিতল গেতাফে।
এই ম্যাচের আগে নিজেদের নাম পাল্টে ফেইথ ফুটবল ক্লাব রাখে গেতাফে। তাদের বিপক্ষেই মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল বার্সেলোনা। নতুন কোচ কুমানের অধীনেও এটা প্রথম হার।
দিনের অন্য ম্যাচে কাদিসের বিপক্ষে ১-০ গোলে হারে রিয়াল মাদ্রিদ। একই ব্যবধানে গ্রানাদার বিপক্ষে হেরেছে সেভিয়া। সেল্তা ভিগোকে ২-০ গোলে হারিয়েছে লিগে একমাত্র অপরাজিত দল আটলেটিকো মাদ্রিদ।
রিয়াল, গেতাফে, কাদিস ও গ্রানাদার পয়েন্ট ১০ করে। ৯ পয়েন্ট রিয়াল বেতিসের। ৮ পয়েন্ট করে আতলেতিকো, রিয়াল সোসিয়েদাদ ও ভিয়ারিয়ালের। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে বার্সেলোনা।
এএন/০৮