সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৮, ২০২০
০৬:৪৮ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৮, ২০২০
০৬:৫৩ অপরাহ্ন
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির জয়ের দিনে পয়েন্ট হারাল চ্যাম্পিয়ন লিভারপুল ও চেলসি।
দুই ম্যাচ পর লিগে জয়ের স্বাদ পেয়েছে ম্যানচেস্টার সিটি। রাহিম স্টার্লিংয়ের গোলে নিজেদের মাঠে আর্সেনালকে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার দল।
ইতিহাদ স্টেডিয়ামে স্থানীয় সময় শনিবার বিকেলে হওয়া ম্যাচে ১-০ ব্যবধানে জিতেছে সিটি। আরেক ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ৪-১ গোলে হারিয়েছে নিউক্যাসলকে।
চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে গুয়ার্দিওলার দল। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল তিন জয় ও দুই হারে ৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে।
দিনের অন্য ম্যাচে লিভারপুলের সঙ্গে ২-২ ড্র করে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এভারটন। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। সাউথ্যাম্পটনের সঙ্গে ৩-৩ ড্র করে ৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে চেলসি। চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে আছে ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলা নিউক্যাসল ৭ পয়েন্ট নিয়ে রয়েছে একাদশ স্থানে।এএন/০৯