মিলান ডার্বিতে জিতল ইন্টার, জুভেন্টাসের ড্র

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৮, ২০২০
০৩:০৯ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৮, ২০২০
০৩:০৯ অপরাহ্ন



মিলান ডার্বিতে জিতল ইন্টার, জুভেন্টাসের ড্র

নবাগত ক্রোতোনের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে সেরি আ চ্যাম্পিয়ন জুভেন্টাস। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লিগ ম্যাচে অনেকটা সময় একজন কম নিয়ে খেলে ১-১ ড্র করেছে জুভেন্টাস। ওই দিন মিলান ডার্বিতে জিতেছে ইন্টার মিলান।

ম্যাচের দ্বাদশ মিনিটে নাইজেরিয়ার ফরোয়ার্ড নুয়ানকুর সফল স্পট কিকে এগিয়ে যায় ক্রোতোনে। ডি-বক্সে ইউভেন্তুস ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি মিডফিল্ডার আর্কাদিউস রেকাকে ফাউল করলে পেনাল্টি পেয়েছিল স্বাগতিকরা।

২১ মিনিটে সমতা টানেন আলভারো মোরাতা। ফেদেরিকো চিয়েসার পাস পেয়ে কাছ থেকে ঠিকানা খুঁজে নেন গত সেপ্টেম্বরে আতলেতিকো মাদ্রিদ থেকে ধারে জুভেন্টাসে ফেরা এই ফরোয়ার্ড।

৬০ মিনিটে বড় ধাক্কা খায় চ্যাম্পিয়নরা। এ মাসের শুরুতে ফিওরেন্তিনা থেকে ধারে জুভেন্টাস আসা তরুণ ফরোয়ার্ড চিয়েসা প্রতিপক্ষের মিডফিল্ডার লুকা সিগারিনিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন।

চার ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে জুভেন্টাস। শীর্ষস্থান ধরে রেখেছে এসি মিলান। জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে ইন্টার মিলানকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। নাপোলির মাঠে ৪-১ গোলে হেরে যাওয়া আতালান্তা ৯ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। জুভেন্টাসের সমান ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নাপোলি। 

এএন/১০