শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২০
১১:০৮ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৯, ২০২০
১১:০৮ অপরাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুরে সাবেক জাতীয় ফুটবলার মরহুম হাজী মুক্তার হোসেন স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনের শুরুতে নুরপুরের কৃতী সন্তান মরহুম হাজী মুক্তার হোসেনকে স্মরণ করে সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
আজ সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক ফুটবলার মো. আক্তার হোসেন।
নূরপুর একাদশ ক্রীড়া চক্রের আয়োজনে হাইস্কুল মাঠে উদ্বোধন অনুষ্ঠানে ফজল মিয়ার পরিচালনায় জাতীয় দলের সাবেক ফুটবলার মো. আক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, মো. মুক্তাদির চৌধুরী মাসুদ, মীর আবু তাহের, অলি হোসেন লেচু, আরিফ হোসেন খোকন, রাকিবুল হোসেন সান্টু, সাংবাদিক এস এইচ টিটু ও মহসিন পাশা ইদুসহ আরও অনেকে।
দীর্ঘদিন পরে মাঠে ফুটবল খেলা দেখে মানুষের মনে যেন প্রাণের সঞ্চার হয়েছে। ফুটবল খেলা দেখতে আসা দর্শকের উপস্থিতিতে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ ছিল।
এসডি/আরআর-০৬