শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডের লোগো উন্মোচন

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৯, ২০২০
০৮:৪১ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৯, ২০২০
০৮:৪১ অপরাহ্ন



শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডের লোগো উন্মোচন

শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডের লোগো উন্মোচন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।  সোমবার,  ১৯ অক্টোবর দুপুরে জাতীয় স্পোর্টস কাউন্সিল মিলনায়তনে এই লোগো উন্মোচন হয়।
করোনাকালীন সংকটময় মুহূর্তে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এবং বৈশ্বিক যুবাদের অনন্য মানবিক অবদানের স্বীকৃতি দিতে ‘ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ২০২০’-এর অধীনে প্রথমবারের মত প্রধানমন্ত্রীর নামে ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ চালু হচ্ছে। যার মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুবকদের একক ও দলীয়ভাবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার, সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করবে।  
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন। সম্মানিত অতিথি হিসেবে ইসলামিক কো-অপারেশন ইয়্যুথ ফোরাম এর প্রেসিডেন্ট তাহা আইহান ভার্চুয়ালি যোগদান করেন। স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন।
দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে আয়োজিত মিডিয়া ব্রিফিং ও লোগো উন্মোচন অনুষ্ঠানে ১০টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা দেয়া হয়-
•    মোস্ট ইন্সপায়ারিং ভলান্টিয়ার স্টোরি
•    মোস্ট ইমপ্যাক্টফুল ইনিশিয়েটিভ
•    বেস্ট ইনোভেটিভ আইডিয়া
•    কর্পোরেট সাপোর্ট ইন ভলান্টারি ইয়্যুথ অ্যাক্টিভিটিস
•    মোস্ট ইমপ্যাক্টফুল মিডিয়া পার্সোনেল
•    কমিউনিটি লিডারশিপ অ্যান্ড সার্ভিস
•    ইনভায়রনমেন্টাল রেসপন্স
•    অ্যাক্ট অব ব্রেভারি
•    সার্ভিস এক্সেলেন্স
•    আউটস্ট্যান্ডিং ভলান্টিয়ার অর্গেনাইজেশন
আগ্রহীরা আগামী ১ নভেম্বর ২০২০ থেকে ‘https://www.youthpowerhouse.org/’ ওয়েবসাইটে গিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন এবং প্রতিযোগিতা সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। রেজিস্ট্রেশন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
জাতীয় পর্যায়ের বিজয়ীগণ পুরষ্কার ও সার্টিফিকেট ছাড়াও আন্তর্জাতিক পর্যায়ে ‘শেখ হাসিনা গ্লোবাল ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ প্রতিযোগিতায় অংশগ্রহণের  সুযোগ পাবেন।
এএন/০১