চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম শুরু হচ্ছে আজ

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২০, ২০২০
০৫:০৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২০, ২০২০
০৫:০৬ অপরাহ্ন



চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম শুরু হচ্ছে আজ
প্রথম দিনে ম্যানইউ-পিএসজি দ্বৈরথ, মাঠে নামছে বার্সেলোনা-জুভেন্টাস

চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের সেমিফাইনালিস্ট বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে চূর্ণ হওয়ার পর দলের পাশাপাশি বার্সেলোনার পুরো কাঠামো বদলে ফেলার ডাক দিয়েছিলেন জেরার্ড পিকে। কিন্তু লিসবন ট্র্যাজেডির পর ৬৫ দিন পেরিয়ে গেলেও বৈপ্লবিক কোনো পরিবর্তন আসেনি বার্সেলোনায়। বায়ার্নের বিপক্ষে খেলা শুরুর একাদশের আটজন এখনও আছেন দলে। সেই পুরনোদের নিয়েই ইউরো মঞ্চে নতুন শুরুর অপেক্ষায় কাতালানরা।
চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে আজ। প্রথমদিনই মাঠে নামছে বার্সেলোনা। ন্যুক্যাম্পে মেসিদের প্রতিপক্ষ হাঙ্গেরির ক্লাব ফেরেন্সভারোস। ‘জি’ গ্রুপের আরেক ম্যাচে রোনাল্ডোবিহীন জুভেন্টাসকে আতিথ্য দেবে ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভ। জুভেন্টাসের কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে নিজের অভিষেক ম্যাচে দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পাচ্ছেন না আন্দ্রে পিরলো। করোনা পজিটিভ রোনাল্ডো ফিরতে পারেন বার্সার বিপক্ষে পরের ম্যাচে। সেই মহারণের আগে ফেরেন্সভারোসের বিপক্ষে জয় দিয়ে ইউরো অভিযান শুরু করতে মরিয়া বার্সা।
কিন্তু বায়ার্ন-দুঃস্বপ্ন পেছনে ফেলার মিশনে নামার আগে শেষ লিগ ম্যাচে হেতাফের কাছে হার তাদের নড়বড়ে আত্মবিশ্বাস আরও নাড়িয়ে দিয়েছে। দলে পরিবর্তন বলতে কিকে সেতিয়েনের জায়গায় এসেছেন নতুন কোচ রোনাল্ড কোমান। এছাড়া বিদায় নিয়েছেন লুইস সুয়ারেজ। মোটা দাগে বাকি সব আগের মতোই আছে। দলবদলের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত বার্সা ছাড়তে পারেননি লিওনেল মেসি। ফর্মও তার অনুকূলে নেই। মৌসুমের প্রথম চার ম্যাচে মাত্র একটি গোল করেছেন মেসি। সেটাও পেনাল্টি থেকে। আজ কী স্বরূপে ফিরবেন বার্সা অধিনায়ক?
প্রথম রাউন্ডের সবচেয়ে বড় ম্যাচটা আজ প্যারিসে। ‘এইচ’ গ্রুপের জিভে জল আনা দ্বৈরথে ইংলিশ জায়ান্ট ম্যানইউকে আতিথ্য দেবে গতবারের রানার্সআপ পিএসজি। ম্যানইউর মতো ঐতিহ্য না থাকলেও শক্তিতে ঢের এগিয়ে ফরাসি চ্যাম্পিয়নরা। এদিকে ম্যানইউর জার্সিতে আজ অভিষেক হচ্ছে না ৩৩ বছর বয়সী উরুগুয়ে ফরোয়ার্ড এডিনসন কাভানির। সোমবার ম্যানইউর সঙ্গে প্যারিসে বিমানে ওঠেননি তিনি। পিএসজির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা কাভানি এ মাসে যোগ দিয়েছেন ম্যানইউতে। এছাড়া চেলসি-সেভিয়া ও ল্যাজিও-ডর্টমুন্ড ম্যাচ দুটিও রোমাঞ্চের হাতছানি দিচ্ছে।
এএন/০৪