ছাতকে ইউপি সদস্য পদে ইভিএম পদ্ধতিতে নির্বাচন সম্পন্ন

ছাতক প্রতিনিধি


অক্টোবর ২০, ২০২০
০৮:০৮ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২০, ২০২০
০৮:০৮ অপরাহ্ন



ছাতকে ইউপি সদস্য পদে ইভিএম পদ্ধতিতে নির্বাচন সম্পন্ন

সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলার মধ্যে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে এ উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

নির্বাচনে ১ হাজার ৬৯৭টি ভোটের মধ্যে ১ হাজার ১৮৬টি ভোট প্রয়োগ করেন ভোটাররা। প্রার্থী ছিলেন ৫ জন। গণনা শেষে ৪২৬টি ভোট পেয়ে বিজয়ী হন সুজন মিয়া (মোরগ প্রতীক)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অলক শামন্ত (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ৩৭০ ভোট। এছাড়া আশকর আলী (তালা প্রতীক) পেয়েছেন ২৭০ ভোট, হেলিম উদ্দিন (ফুটবল প্রতীক) পেয়েছেন ৭২ ভোট ও আলাল হোসেন (বৈদ্যুতিক পাখা প্রতীক) পেয়েছেন ৪৮টি ভোট। 

জাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন ছাতক উপজেলার সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান। এছাড়া থানার এসআই ইমতিয়াজ সরকার ও এসআই মইন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ও আনসার-ভিডিপির সদস্য দায়িত্বপালন করেন। দুপুরে পুলিশের উপ-কমিশনার (ছাতক-দোয়ারাবাজার সার্কেল) বিল্লাল হোসেন ও ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন ভোটকেন্দ্রটি পরিদর্শন করেন।

প্রসঙ্গত, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কৃপেশ চন্দ্র দাশ গত ৫ মে মারা গেলে আসনটি শূন্য হয়।

 

এমএ/আরআর-১১